বেহুলা বর্ষায় বেদনা বোঝাই নৌকা দোলে
বাতাসে এবং হতাশার দীঘশ্বাসে
শীত আসে, শিশিরের আর্দ্রতার কাছে
জমা রাখি নান্দনিক দুঃখ
দুরন্ত সময় ছুটে যায় দিন এবং রাতের
হাত ধরে অজানা প্রবাসে।


জোছনার বদলে দুচোখ থেকে ঝরঝর ঝরে
অশ্রু- নিরব দুপুর
করুণ কান্নায় কেঁপে ওঠে অনিকেত অন্তপুর!


এই যে তোমার এলোচুল মিহিন আঙ্গুল
সময়ের সাথে যদি কোনোদিন কোনো
অবেলায় হঠাৎ হারিয়ে যায়- এই ভেবে
দুরাশার দরোজায় খিল এঁটে আমি থাকি
শতাব্দীর সর্বোত সজাগ পাহারায়।


দোষ কি এমন-যদি পাই উষ্ণ আলিঙ্গনের
আরো ক'টি নিবিড় দুপুর
নান্দনিক দুঃখ আমার, আমাকে পেতে দিও
আরো ক'টি প্রীতিধন্য শিশির স্মৃতির ভোর!
০২-০১-২০২০