নাড়ীর টানে বাড়ি ফেরা হয় না এখন আর
যে যার মতো ব্যস্ত এখন কে নেয় খবর কার!


নাড়ীর বাঁধন যা ছিলো তা কবেই ছিড়ে গেছে
মাও নাই বাবাও নাই যাবো কাদের কাছে!


পথের দিকে তাকিয়ে থাকে এমন কেহ নাই
তাদের কথা মনে করে কেঁদে বুক ভাসাই।


বাড়ি ফেরার আশায় কেবল থাকতো আমার মা
বলতো কেঁদে বুকের মানিক আজো এলো না!


জনে জনে জিজ্ঞাসিত কবে ছুটি হবে
ছুটি আমার হলো ঠিকই মা নেই আর এই ভবে।


পাই না এখন বাবা মায়ের বুকের মধুর উম
চোখ ভেসে যায় নয়ন জলে হয় না ভালো ঘুম।


ঝাপসা চোখে চতুর্দিকে শুধুই আঁধার ঘেরা
তাই তো এখন নাড়ীর টানে হয় না বাড়ি ফেরা।


"রাব্বির হামহো মা কামা রাব্বা ইয়ানি ছগিরা।"
৩-৬-২০১৯