মনের কথা লিখব বলে
হাতে নিলাম কলম তুলে
বুকের ভিতর উথাল পাথাল
উঠল বেগে ঝড়
স্মৃতিরা সব জড়ো হয়ে
ডাকে সমস্বর।
স্মৃতির পাতায় মলিন ধূলা
ঝেড়ে মুছে দেখি
করুণ ব‌্যথার নোনা জলে
ভরে আছে আঁখি।
সুখের আলো মিটি মিটি
দুখের নিরেট আঁধার
মিছে আশায় সারা জনম
করে দিলাম পার।
সুখ পাখিটা ধরতে চাইলাম
দিলো না সে ধরা
যার লাগিয়া বাঁধলামরে ঘর
তাহার সাথে হলো না ঘর করা।
মনের ব‌্যথা মনে রইল
জমলো হাজার স্মৃতি
জীবন যুদ্ধে হার মানালো
আমার নিষ্ঠুর নিয়তি।


১৮-৭-২০১৭