সুসময়ের বন্ধুরে তুই
দুঃসময়ে দেখা নাই
রতন লোভে যতন করে
পথের মাঝে ঊড়াস ছাই।
কড়ির লোভে ঘুরিস পিছে
কড়ি বিনা সাথে নাই
সুসময়ের দুধের মাছি
দুঃসময়ে দেখা নাই।
কাঁঠাল পাকার আগেই গাছে
গোঁফে মাখিস সরসে তেল
কাকের কিবা আসে যায়
পাকে যদি গাছে বেল।


দুনিয়াটা ছাড়তে হবে
দুদিন আগে পরে
হারাসনে দিন অবহেলায়
স্বার্থের পিছে ঘুরে।
পরের স্বার্থ হরণ করে
সুখী হতে তুই যে চাস
সুখের দেখা পাসনেরে তুই
দুঃখ থাকে বার মাস।
আপনাকে আজ দে বিলিয়ে
পরের সুখের তরে
স্বর্গ থেকে সুখ এসে তোর
হৃদয় যাবে ভরে।
(যদি) সুসময়ে দুঃসময়ে
করিস মানব সেবা
তোরচে মহৎ জীবন পাবে
এই দুনিয়ায় আর কেবা।
লোভ লালসা ছেড়ে দিয়ে
নীতিবানের জীবন গড়্
দুঃখ কষ্ট দূর হবে তোর
থাকবি সুখে জীবন ভর।
২২-৭-২০১৭