ভরা যৌবনে তোমার গায়ে
কস্তুরীর গন্ধ ছিল।


আর এখন?


যৌবনের জৌলুস হারা জীবন।
ঘামের গন্ধ শরীরে নিয়ে
পড়ে আছো কালের খেয়ায়।


কত মৌমাছি মধুলোভে শরীর
ছুঁয়েছে কতবার।


আর এখন?


মাছিরাও কাছে আসতে ভয় পায়
জমের মতন।


কেননা সময় নেই।
জীবনবৃক্ষ থেকে ঝরে গেছে
সময়ের সবুজ পল্লব।


আর এভাবেই বুঝি রাত পোহাবার আগে
হঠাৎ ঝলসে হয়
নক্ষত্রের পতন।


১৩-৯-২০১৭