মনমালঞ্চে মঞ্চস্থ হয় বিষাদের গীতিনাট্য
মুঠোফোনে আসে হাহাকার ভরা ডিজিটাল চিঠি
পিচঢালা পথে হেঁটে যায় জীবনের সব ভুল
নিয়ন বাতির মতো তবু আশা- জ্বলে মিটিমিটি।


নিঃসঙ্গতার নীলাভ আগুনের শিখা চারিদিকে
অনুভূতির আকাশ জুড়ে বেদনার ঘনো মেঘ
দৃষ্টির দ্রাঘিমা বৃষ্টির আশায় চেয়ে থেকে ক্লান্ত
দু’চোখের উপকূল প্লাবিত করে অর্থহীন আবেগ।


প্রেমের কবিতা লিখতে গিয়ে হারিয়ে ফেলি শব্দ
মগজের নিউজপ্রিন্ট কাগজ শুষে নেয় সব কালি
মনের দেরাজে তবু তোমাকেই তুলে রাখি
কানে তুলো গুঁজে আটকাই অবজ্ঞার হাততালি।
২২-০৩-২০২২