গঙ্গাজলে পুণ্যস্নান ও পরিশুদ্ধ জীবন
অনেক দিনের প্রত্যাশা


এ পাড়ে দাঁড়িয়ে দেখি ও পাড়ে অদৃশ্য শাসন এবং অমায়িক শোষণের অভেদ্য দেয়াল


হৃদয়ে যখন তীব্র খরা, মাপজোখ কড়া
বড্ড নির্ভুল হিসাব
কাঁটাতারের ফোকর গলে কোনোমতে
বেরোয় একটু আধটু জল


বর্ষায় বেয়ারা নদীর বেহিসেবী প্রবাহ
নদীশাসকেরা লাপাত্তা লাজওয়াব
মনে হয় ইচ্ছে করেই দুর্বার ঠেলে দেয়
বেপরোয়া সর্বগ্রাসী ঢল


পাপের বদলে অবিরল
ভাসিয়ে নেয় শস্যের বাতান, ঘরের চৌকাঠ,
ভাতের হাড়ি, ঘরবাড়ি


অবশিষ্ট কিছুই থাকে না যখন-
অতঃপর সূচিস্নান শেষে কাঁটাতারে
ঝুলে থাকে ফেলানীর বিশুদ্ধ যৌবন।
৬-৬-২০১৯