অপ্রাপ্তির বেদনা হৃদয়ে করে কিলবিল
আমি যে বিষণ্নতার দুয়ারে বন্ধ করেছি খিল।
ক্লান্তি যে আমাকে টেনে ধরে, তবু রেখে যেতে চাই বন্ধন
প্রেমের শক্তিতে বাঁচতে চাই, পেতে চাই চারু মন।
তাইতো এখনও হৃদয়ে আমি চাষ করি
ভালোবাসার শোভিত উদ্যান
ভাগাড়ে বসে যেন আমি পাই মোহিত ফুলের ঘ্রাণ।
হাসির আড়ালে ঢেকে রাখি সে উষ্ণ অশ্রুজল;
যা হতে পারতো জীবনে অমৃতের ধারা – ঝরতো সে অবিরল।


যাতনার যে উত্তাল নদী ভাঙছে ঢেউ চারিধারে
জীবন নামের এ এক ছোট্ট তরী
কাঁপছে যে আজ তারি পাড়ে।
সুদীর্ঘ পথ দিতে হবে পাড়ি যাত্রা জানি ভয়াকুল
তবু আশা, পথের শেষে পাবো আমি সেই সে কুল
চারু হৃদয় জাগবে তোমার ভাঙবে একদিন মনের ভুল।
মুক্ত হবে সুপ্ত হৃদয়, আধমরা এই কৃতদাস
মরুবুকে জাগবে জানি ভালোবাসার সবুজ ঘাস;
তখন না হয় সুখ পাবে মন দিবস-রাত্রি বারোমাস।
২-৯-২০১৮