পাখির ছানা ধরতে মানা
পরিবেশবিদ কয়
পাখি ধরলে পরিবেশের
অনেক ক্ষতি হয়।


পাখির তরে বেশি করে
রোপন করো বৃক্ষ
ফল পাবে অর্থ পাবে
কেটে যাবে দুঃখ।


মন ভরাবে সুর ছড়াবে
পাখির মধুর গান
পৃথিবীটা সবুজ হলে
বাঁচবে সবার প্রাণ।
৭-৫-২০১৮
[আজ সকালে কতিপয় দুষ্টু ছেলেকে শালিকের ছানা চুরি করতে দেখে সেখানে দাঁড়িয়ে এই ছড়াটি লিখে দেই। ছড়াটি পেয়ে খুশি হয়ে তারা ছানাগুলো আবার বাসায় রেখে আসে। মা শালিকটি কান্না থামিয়ে হাসে, আমার হৃদয় খুশির জোয়ারে ভাসে।]