বনের পাখি মনের খাচায় যতন করে রাখি
আদর করে তারে আমি প্রিয়া বলে ডাকি।


সোহাগ করে বারে বারে খাওয়াইরে দুধ কলা
দিনে রাতে পাখির সাথে খেলি প্রেমের খেলা
ভালোবেসে পাখির পায়ে বাঁধি সোনার রাখী।।
আদর করে তারে...


বনের পাখি মনের খাঁচায় পোষ নাহি মানে
খাঁচা ভেঙ্গে চায় সে যেতে সবুজ বনের টানে।


যতন করে পুষি পাখি মনের গহীন কোণে
তবু পাখি চায়গো যেতে অজানা দূর বনে
এত ছটফট করলে তারে কেমনে ধরে রাখি।।
আদর করে তারে...
১২-৯-২০১৭


ছন্দ: স্বরবৃত্ত
পর্ব বিভাজন: ৪/৪/৪/২ মাত্রা
গানের শ্রেণি: পল্লীগীতি।