ধূসর স্মৃতির পিঠে সওয়ার হয়ে কতকাল-
কতকাল আর আমি ঘুরবো তোমার পায়ের ছাপের
রেখা ধরে; কতকাল আর ছুটবো ছায়ার পিছে?
কেন, কোন অভিমানে এতোটা আড়াল; এতোটা দূরত্ব?
রূপার থালার মতো ঝলমলে দ্বাদশীর চাঁদ কত দূরে
তবুও তো জানালার ফাঁক গলে ঘরে আসে, হাসে
তুমি কেন প্রগাঢ় বিশ্বাসে পারো না নিবিড় হতে?


পান্থপাদপ দেখেছো? কতটা নিবিড় বন্ধনে জড়িয়ে-
রাখে এপাশ ওপাশ-পাতায় শাখায়; কত দৃঢ় শাখার বন্ধন!
দূরত্বে স্পর্শের অনুভব মরে যায় বলেই প্রতিটি শাখা
বাঁচার তাগিদে; বেড়ে ওঠার আনন্দে  হয়ে ওঠে
একে অপরের বিশ্বস্ত প্রেমিক। নিজেকে সাজায়
চারুচন্দন ঘনিষ্টতায়। এসো আমরাও বিনিময় করি
প্রণয়-পান্থপাদপ প্রেম; বাড়াই নিঃশ্বাস -বিশ্বাসের
ঘনিষ্টতা। জড়াজড়ি করে বাঁচি একসাথে পৃথিবীতে;
পার করি প্রীতম সময়।
১০-০৮-২০২২