দেখতে গেলাম কালো পাহাড় গণেশ্বরের কূলে
যেথায়) পাথর স্তনের নিথর ভাঁজে চাঁদের লকেট ঝুলে।
স্বচ্ছ জলে পাহাড় ডুবে মিটি মিটি হাসে
গণেশ্বরের রূপালি চোখ তারার চোখে ভাসে।
ঝিরি ঝরনায় অঝর ঝরে পাথর স্তনের সুধা
আঁজলা ভরে পানে মিটে জন্মান্তরের ক্ষুধা।
বন-বনানীর মাথায় আকাশ ঘুমের ঘোরে ঢুলে
বাংলা মায়ের রূপ যে দেখি অবাক চক্ষু খুলে।
পাখির মেলা ফুলের মেলা বন মোরগের ডাক
নিসর্গের এই খেলা দেখে হই যে হতবাক।
এমন রূপের মায়ায় যদি কেউ হারাতে চাও
হাওর বধূ পাহাড় কন্যা কলমাকান্দায় যাও।
১৮-১২-২০১৮