(১০০০তম পোস্ট)


আকাশ পাড়ায় মেঘ ভেসে যায়
বৃষ্টি টিনের চালে
জলের কণায় রঙধনুটাও
ভাসে খুকুর গালে।


নাও ভেসে যায় গাঁও ভেসে যায়
জলের স্রোতে মাছ
ফুল পাখিরা অবাক দেখে
খুকুর তা ধিন নাচ।


বর্ষা গিয়ে শরৎ আসে
হেমন্ত গায় গান
খুকুর পায়ে নূপুর হয়ে
বাজনা বাজায় ধান।


শিখি ছন্দে শিশির কণা
টাপুরটুপুর ঝরে
সর্ষে পরাগ মেখে খুকু
হারায় তেপান্তরে।


দুধকুয়াশায় রোদ ঝুলে রয়
খুকুর দৃষ্টি ফুলে
ধুম পড়ে তার ওম কুড়ানোর
পশমি সুখ তুলতুলে।
২৩-০১-২০২১