২২৩
দেশটা গিলে খেতে রোজই
লোভের অস্ত্র শাণাও
সুইস ব্যাংকে জমাও দেশের টাকা
তোমরা যে নও দেশ দরদী
বুঝতে পারে কানাও!
১৪-১২-২০২০


২২৪
স্মৃতির বারান্দায় প্রীতির রোদ্দুর
পড়ে নাকো আর
হৃদয়ের ভূমি বিরান শস্যের মাঠ
তোমার আলোতে মানুষ হতে চেয়েছি;
চাইনি হতে অবতার।
১৫-১২-২০২০


২২৫
দেশের জন্য দশের জন্য
মা মাটি ও মানুষের জন্য
এসো করি কাজ
ভুলে ভয় শংকা লাজ
জীবন মোদের করি ধন্য।


২২৬
বিজয়ের পঞ্চাশ বছর
শুকায়নি এখনো রক্তের দাগ
স্বদেশের প্রতি না থাকলে অনুরাগ
স্বাধীনতা বিরোধী ও
জাতির শত্রুরা দেশ ছেড়ে ভাগ।
১৬-১২-২০২৯