প্রকৃতির পারিজাত
পরম প্রকাশে
প্রাণাবেগে
পরিপ্লুত হয়
পরিশুদ্ধ আত্মা।
পাপিষ্ঠের
প্রবল প্রতাপ
পলে পলে গ্রাস করে
পরিশীলিত মনন।
পাপবিদ্ধ
পংকিলতা ঘিরে ধরে
প্রাণের প্রাচীর।
প্রাণান্তকর
প্রচেষ্টার
পরেও পরাস্ত
প্রাণ হয়
পাপে পরিপ্লুতা।
১১-১-২০১৯