আমি যে এক ঘুড়ি
পিঠে বাঁধা সূতার টানে
হাওয়া পেলেই ইচ্ছেমতো উড়ি।
ঊড়াঊড়ি ঘুরাঘুরি
আমার বেলাজ স্বভাব
সূতা কেটে যার হাতে যাই
তার সাথেই হয় ভাব।
হাওয়ার সাথে মিতালী আমার
হাওয়ার ঘাড়ে চেপে
ঊড়াল পাড়ি আকাশ পানে
গোত্তা মারি ক্ষেপে।
সূতায় পেয়ে ঢিল
আমি উড়ি নীল চাঁদোয়ায়
স্বপ্ন জাগে বুকে
একটু হলেই টপকে যাবো
মেঘের পাহাড়টাকে।
ডেকে বলি মেঘ বালিকা
একটুখানি থামো
ধরার বুকে খরা আজি
বৃষ্টি হয়ে নামো।
ইচ্ছে জাগে মনের ভিতর
মেঘ বালিকার চোখের জলে
ভিজাই আমার বুকের পাঁজর
মর্ত্যলোকে নামিয়ে এনে
মাটিকে দেই জলের আদর
মেঘ বালিকার আদর পেয়ে
রুক্ষ মাটির বক্ষ জুড়ে
পরবে নতুন সবুজ চাদর।
সবুজ পাতার ঘুমটা খুলে
ভরবে ধরা রঙিন ফুলে
রোদের ডানায় পাখা মেলে
মেঘের কণা আবার যাবে ঊড়ি
স্বপ্ন আমার হয় না পূরণ
আমি যে এক ঘুড়ি
ফুল কুড়ানোর ইচ্ছে হলেও
ফের
কুড়াই পাথর নুড়ি।