বিশ্ব জুড়ে কাছে কিবা দূরে
শুধু মৃত্যুর মিছিল ত্রাস লাশ
রক্ত ও বারুদের গন্ধে নিঃশ্বাস বন্ধ
জঙ্গীবাদ সন্ত্রাস সমাজ করেছে গ্রাস
ভারী বাতাস বিভীষিকাময় পরিবেশ
শুধু হানাহানি খুনাখুনি বহে রক্ত নদী
নিরবধি বহে না শান্তির সুবাতাস।
সুরের পৃথিবী ভরে গেছে অসুরে
মানবতা আজ সুদূরে মিলায়
শ্রেষ্ট জাতি মানুষ আজি
খুন করে মানুষ অবহেলা অবলীলায়।
বাড়িতে বাস ক্ষণিকে লাশ
পড়ে থাকে বনে বাদারে
ধর্মের নামে দেখি ডানে বামে
মারছে মানুষ আলো আঁধারে।
পিশাচের কালো হাত সোনালী প্রভাত
বহতা নদী রক্তে করেছে লাল
অশান্তি আজ প্রশান্তি নাশিছে
দেখা দিয়েছে শান্তির আকাল।
ধরনীর বুকে মরে ধুকে ধুকে
অনাহারী কত শিশু ও নারী
মুখোশের আড়ালে রাক্ষুসে মানব
ধর্মের নামে করে বাড়াবাড়ি।
বাইবেল পুরাণে ত্রিপিটক কুরআনে
স্রষ্টা বলেন নরহত্যা মহাপাপ
নরকের আগুনে পুড়িতে হইবে
ভোগিতে হইবে ভ্রান্তির পরিতাপ।
আমরা মানুষ শ্রেষ্ট জাতি
করিব না কারো ক্ষতি আর
বিভেদ ভুলিয়া সকলে মিলিয়া
নিরাপদ শান্তির পৃথিবী গড়বো
এই হোক সকলের অঙ্গিকার।