প্রতিদিন কত ছবি কত খবর
আসে ওয়েভে ভেসে,
ব্যস্ত সবাই দেখে না তাই
কেউ কাছে এসে।
বাহিরে পরিপাটি মুখে
জোকারের রঙ মাখা,
অন্তরে শূন্যতার আওয়াজ
ভিতরে তার ফাঁকা।
ফেসবুক টুইটারে লাইক
কমেন্ট দিয়েই খালাস
ভিতরে কেমন আছি
কেউ করে না তালাশ।
দেখা হয় যদি পথে ভুলে
হায় হ্যালোতেই দায় শেষ
কথা বলি না প্রাণ খুলে
থাকে না হাসিখুশি পরিবেশ।
যদিওবা ঠোঁটে হাসির রেখা ফুটে
আসল নয় সেটা মেকি
বুঝিবার আগে অস্তরাগে
বিষাদের ছায়া ঢাকি।
দিনে দিনে যাচ্ছে কমে
সামাজিক বন্ধন
মরার আগেই যাচ্ছে মরে
স্বার্থপর মানুষের মন।
নেই হৃদয়ের টান মমতা জড়ানো
আদর ভালোবাসা
আদম হাওয়ার ভালোবাসার কারণে
যদিওবা দুনিয়ায় আসা।
স্বার্থের টানে ছুটি প্রাণপনে
ভাইয়ে ভাইয়ে করছি বিবাদ
সুখ নেই মনে কাঁদি সঙ্গোপনে
অন্তরে বাজে বিষাদের নিনাদ।