নারী বড় অসহায়
নিজের বাড়ি নাই
সারা জীবন খেটে মরে
পরের বাড়ি তাই।
শিশুকালে বাপের বাড়ি
যৌবনে স্বামীর ঘর
আপন ভেবে যার কাছে যায়
সেই হয়ে যায় পর।
নিজের ভেবে সারা জীবন
টানে পরের হাড়ি
বৃদ্ধকালে আশ্রয়হীনা
থাকে ছেলের বাড়ি।
বাপের বাড়ি শ্বশুর বাড়ি
কোনটাই তার নয়
সংসারে ঠাঁই যেটুকু পায়
কাজের বিনিময়।
এ ঘর থেকে ও ঘরে যায়
স্বপ্ন ভরা আঁখি
পরের ঘরে বাঁধে বাসা
যেমন চড়ুই পাখি।
বাড়িহীনা নারী থাকে
সংসারে ভাসমান
অধিকার তার চাই যে আজি
পুরুষের সমান।