শাড়িতে নারী রূপসী পরী লাগছে দারুন বেশ
ঝুলছে কাঁধে বিরহী রাধে কাজল কালো কেশ।
সোনার বালা মুক্তার মালা অঙ্গুটি আঙ্গুলে
চোখে কাজল শাড়ির আঁচল মুক্ত হাওয়ায় দুলে।
প্রাণ চঞ্চল বহে কল কল সুখের ঝর্নাধারা
খুশিতে আজ ক্লান্তি নাশিতে আনন্দে আত্মহারা।
আলো ঝিলমিল হাসে খিল খিল গোলাপ রাঙা ঠোঁটে
চাঁদ বদনে রক্ত রাগে পূর্ণিমার আলো ফুটে।
সেজে নব সাজ মুখরিত আজ খুশির জোয়ারে
ছবি কথা কয় মুগ্ধ নয়নে শুধু দেখ আজি তারে।
সকালের রবি মায়াময় ছবি মনের মুকুরে ভেসে রয়
চোখের তারায় সুদূরে হারায় তবু তারে ভুলিবার নয়।
শ্রাবণের বারী ভিজে দিল শাড়ী দেখিবার সময় নাই
এমন রূপ আর দেখিনাই তার বলিবার ভাষা নাহি খুঁজে পাই।