জন্ম থেকে কষ্ট আমায়
কষ্ট দিয়ে গেছে
কষ্টের আগুনে পুড়ে
ক্ষণিকের জীবনটা মোর
নষ্ট হয়ে গেছে।
আবার আমি কষ্ট হয়ে জন্ম নিব
ভালোবেসে কষ্ট পাব
কষ্টকে বুঝিয়ে দিব
ভালোবেসে কষ্ট পেতে
কেমন কষ্ট হয়।
আবার আমি কষ্ট হয়ে জন্ম নিব
কষ্টকে বুঝিয়ে দিব
ভুল রমণী ভালোবেসে
কষ্টে পোড়া জীবন শেষে
এলোমেলো পাগল বেশে
বেঁচে থাকার কষ্ট কেমন হয়।
আবার আমি কষ্ট হয়ে জন্ম নিব
আগুন খাবো অঙ্গার হবো
কষ্টকে আমি বুঝিয়ে দিব
দুঃখের অনলে পুড়তে
কেমন কষ্ট হয়।
আবার আমি কষ্ট হয়ে জন্ম নিব
কষ্ট পেয়ে নষ্ট হব
কষ্টকে বুঝিয়ে দিব
কষ্ট পেয়ে নষ্ট হবার
কষ্ট কেমন হয়।
আবার আমি কষ্ট হয়ে জন্ম নিব
বুকে পাথর চাপা দিয়ে শুয়ে থাকবো
কষ্টকে বুঝিয়ে দিব
পাথর চাপা সাদা ঘাসের
কষ্ট কেমন হয়।
আবার আমি কষ্ট হয়ে জন্ম নিব
নিজেকে অকারণে কষ্ট দিব
কষ্টের আগুনে পুড়ে জ্বলবো বার মাস
কষ্টের চোখের জলেই লিখে যাব
কষ্টের ইতিহাস।