ভুমিকম্প দিচ্ছে হানা
এই শহরে যতবার
মনটি আমার বলছে ডেকে
এই ইটের শহর ছাড়।
শহর ছাড়লে চাকরি যাবে
ভাত জুটবে না পেটে
তাইতো হেথায় আছি পড়ে
ভয় করি না ইটে।
চার দেয়ালে আটকে গেছে
ঝলসানো এই পিঠ
ইটের পরে আছি বেঁচে
হয়ে মানুষ কীট।
পা দুইখানি আটকে গেছে
কংক্রিটের ফাঁকে
অকারণে দুষছি এখন
নিজের ভাগ্যটাকে।
মানুষ হয়ে হলো না বাঁচা
এই শহরে আর
তাইতো মন কেঁদে বলে
ইটের শহর ছাড়।
মাথায় যখন পড়বে খসে
একটুখানি ইট
সেদিন ঠিকই ফিরবি গাঁয়ে
হয়ে কংকাল কীট।