মা আমার চলে গেছে পরপারে
কতকাল দেখি না মায়ের মুখ
হৃদয়ের বাড়িতে ভীষণ হাহাকার
জীবন থেকে হারিয়ে গেছে স্বর্গসুখ।


মায়ের আঁচলে কত যে মমতা
ভালোবাসা - আদরের কত ঘ্রাণ
মনে হলে আজো শিশুর মতোন
হুহু করে কেঁদে ওঠে মনোপ্রাণ।


স্নায়ুজুড়ে ঘুরে ঘুরে দুঃখ করে খেলা
অগাধ স্মৃতির রেলপথে হাঁটে মন
দুচোখে গড়ায় অন্তহীন লোনা জল
বুকের উঠান হয়ে যায় ব্যথার জংশন।


কষ্টের কোটরে মাকে খুঁজি আজো
খুঁজে ফিরি মায়ের পবিত্র পদছাপ
আর প্রণতি জানাই প্রভুর সকাশে
ক্ষমা করে দিক তার সমুদয় পাপ।
৭-৫-২০১৬