শ্রাবণের বর্ষণ শেষে ভাদ্র আসে আসে
এমন এক শান্ত সন্ধায় রূপালী চাঁদ আকাশে হাসে।
চারপাশে তারাগুলি জ্বলে মিটি মিটি
চঞ্চল মেঘ বালিকা হাওয়ায় ভেসে করে ছুটাছুটি।
নদীর জল বহে কল কল মায়াবি জ্যোসনা করে ঝিকমিক
স্নিগ্ধতার আবেসে গ্রামীণ পরিবেশে পুলকিত চারদিক।
কুমড়ো লতা সবুজ পাতা ঝিঙে ফুলের হলদে হাসি
পেয়েছি নিখাদ মাতৃস্নেহের স্বাদ পিতৃভূমিতে বসি।
আরাম কেদারায় উঠানে বসে জ্যোসনার রঙ মেখে গায়
বহুদিন পরে আমাকে পেয়ে প্রতিবেশি সহোদর গল্প জমায়।
সুখ দুখ অভাব অভিযোগ যে যার মতো বলে
মসজিদে মক্তবে চাই অনুদান আরো কত দাবী তুলে।
আমি কোন নেতা নই নই কোন ধনবান
অভাবের কথা শুনে ব্যথা পাই মনে
মটির মায়ায় কেঁদে ওঠে প্রাণ।
সাধ্য মতো যেথায় যতো পেরেছি দিতে বাড়িয়ে দিয়েছি হাত
আমার জীবনে আসেনি কখনও এমন মধুর রাত।
এই গ্রামেই জন্ম আমার এখানেই রয়েছে বাবা-মার কবর
ব্যস্ত জীবনে অভাবে অনটনে তাদের রাখিনি খবর।
মাটির কাছে এসে চোখের জলে ভেসে ডাকি হে রহমান
আর্তের সেবায় বিশ্বসভায় যেন কিছু করে যেতে পারি
আমাকে এমন ক্ষমতা কর দান।
যেটুকু দিয়েছ তোমার নেয়ামত বাড়িয়ে দাও আরও
ইজ্জতে হায়াতে দৌলতে আমাকে সমৃদ্ধি দান করো।


১১-৮-২০১৬