টুঙ্গি পাড়ার লুঙ্গি পরা খোকা
সাঁতার কাটে মধুমতির জলে
সবাই তাঁকে আদর করে ডাকে
শেখ মুজিবর বলে।
বয়স যখন তরুণ রক্ত গরম দুরন্ত সাহসী প্রাণ
বাংলা মাকে শাসনের নামে শোষণ করে বর্বর পাকিস্তান
সংগ্রামে প্রতিবাদে বিক্ষোভে বিপ্লবে সেই তরুণ
খোকা থেকে হয়ে ওঠেন শেখ মুজিবুর রহমান।
স্বাধীনতার স্বপ্নে বিভোর পাড়ি দিলেন রক্তগঙ্গা সিন্ধু
বাংলাদেশের জন্ম দিয়ে হলেন বঙ্গবন্ধু।
দুই চোখে তাঁর সোনার বাংলা সুখী দেশ মাতা
গড়তে গিয়ে দিলেন জীবন হলেন জাতির পিতা।
টুঙ্গি পাড়ার সেই খোকাই আজ সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি
দেশের জন্য তাঁর অবদান কেমন করে ভুলি।
শোকাবহ আগস্ট প্রয়ান দিবসে
বিনম্র শ্রদ্ধায় তোমাকে আজ স্মরি
সালাম তোমাকে রেখে গেছ তোমার যোগ্য উত্তরসূরি।


১৫-৮-২০১৬