নষ্ট হবার কষ্ট অনেক ভালো থাকার নাই উপায়
নষ্ট নারীর দোষ কি বল নষ্ট সে যে পেটের দায়।
পুরুষ কেন নারীর দিকে তাকায় নষ্ট চোখে
অবহেলায় বাঁচে নারী এই ধরণীর বুকে।
পঙ্কিলতার লাগলে ছোঁয়া নষ্ট বলি তারে
কেউ দেখি না পাপের বোঝা বইছি নিজের ঘাড়ে।
কৃষ্ণের বেলায় লীলা খেলা রাধার বেলায় পাপ
পুরুষ ভোগে সুখের আরক কেবল নারীর অনুতাপ।
সৃষ্টির আদিতে আদম হাওয়ার স্বর্গে ছিল বাস
উভয়ের ভুলে সুখের জীবনে এনেছে সর্বনাশ।
যেদিন থেকে পৃথিবীর বুকে শুরু মানুষের বিচরণ
সমান দোষে দুষ্ট ছিল নারী ও পুরুষের মন।
সব দোষ বইবে কেন একাই নারীর ঘাড়ে
পুরুষ ছাড়া নারী কি কখনও নষ্ট হতে পারে?
নারী মাতা নারী দুহিতা নারী ভগিনী জায়া
করুণা নয় নারীর প্রতি দেখাও হৃদের মায়া।
পুরুষ যদি দেয় নারীকে প্রাপ্য অধিকার
নষ্ট হবার কষ্ট হতে মিলবে মুক্তি তার।