কল্পনার আরশিতে রেখেছি চোখ
সন্মুখে দাঁড়ানো নিজের অবয়ব
শিল্পকলায় পরিপূর্ণ যৌবন মানব
বুকের জমিনে পড়েছে সোনালী রোদ
পঁয়তাল্লিশেও কমেনি যৌবনের যৌলুস
বসন্তবাউরী হৃদয় কোঠরে বাঁধে বাসা
মনের ব্যালকনি ফুলে ও ফসলে ভরপুর
ষড়ঙ্গ জুড়ে চাঁদ-তারার রূপালী উতসব
দখিনা হাওয়ায় সুধা ছড়ায় রক্ত গোলাপ
মনের ফুলদানিতে সাজানো সতেজ
রজনীগন্ধার মিষ্টি আমেজ শিহরিত মন
ধমনিতে প্রবাহমান রক্তের অস্থির স্রোত
বুকের পাঁজরে সুধাময় প্রেম জন্ম দেয়
নতুন সভ্যতার নরম পলিমাটি গড়া
সাজানো বাগানে পাখিদের কলরব
কংকালের উপর সুসজ্জিত দেহ প্রাসাদ
অপূর্ব শৈল্পিক এক প্রাকৃতিক কাঠামো
দেহ সরোবর কানায় কানায় পূর্ণ
সমস্ত হৃদয় জুড়ে পুষ্পবৃষ্টি ঝরে
দূর হতে কানে বাজে ঐশ্বরীক প্রতিধ্বনি
আল কুরআনের অমর বাণী-“লাকাদ
খালাকনাল ইনসানা ফি আসানী তাকবীম”
যে মহান শিল্পী গড়েছে মানুষ শ্রেষ্ঠ সুরতে
নিপূণ কারিগর তিনি আল্লাহ রহমানুর রহীম।
পৃথিবীর বুকে মানুষ তাঁর শ্রেষ্ঠ শিল্পকর্ম
যিনি খালিক ও মালিক মহান আল্লাহ
মনের অজান্তে জবানে ফুটে অস্ফুট আওয়াজ-
“সুবহানাল্লাহ”।
৩১-৮-২০১৬