বড় সাধ জাগে আরও কিছু কাল বেঁচে থাকি
এই মোহময় পৃথিবীর সবুজ বাংলাদেশে
যেখানে নবান্নের উতসবে হেমন্ত আসে
শিশির সিক্ত শীতে খেজুরের রসে ভরে মাটির কলস
ফুল ফুটা বসন্ত আসে দখিনা বাতাসে
মধুময় গ্রীষ্ম নিয়ে আসে বাহারী ফলের মধুমাস
ঝমঝম বৃষ্টির ছন্দে নেচে বর্ষা আসে
উষ্ণ বুকে প্রশান্তি আসে বৃষ্টির শীতলতায়
কাশফুলের শুভ‌্র বসনে সেজে শরত আসে
সোনালী রোদ হাসে ঝলমল মেঘের ডানায়।
বেঁচে থাকার উদগ্র কামনা দিনে দিনে মৃয়মান
কেননা প্রতিনিয়ত বাতাসে বিষ ঢালে সভ‌্যতার জঞ্জাল
নিঃশ্বাস ভারী কষ্ট বুকে নষ্ট জীবন ইতি দিয়ে
পরপারে চলে যেতে সব আয়োজন সমাপ্ত।
পানিতে বিষ, খাবারে বিষ, বিষ নিঃশ্বাসের বাতাসে
যেন চারপাশে ফণা তুলে আছে বিষাক্ত নাগিন
বিষের ভয়ে আড়ষ্ট জীবন হয়ে ওঠে বিষময়
যে কোন মুহূর্তে ঘটতে পারে জীবনের যবনিকাপাত।


৪-৯-২০১৬