শোন হে মুসলমান আদম সন্তান
জন্মেছিলে যেদিন তুমি ভবে
অসহায় অবুঝ তোমার কানে
দেয়া হয়েছিল সরবে আযান।


জান কি সেই আযান সেদিন
দেয়া হয়েছিল কিসের তরে?
পড়া হবে তোমার জানাজা
কোন একদিন তোমার মৃত্যুর পরে।


আকামত সেদিন দেয়া হয়ে গেছে
শুধু তাহরিমা বাঁধা রয়েছে বাকি
তোমার জানাজার জামাত হবে
ক্ষণকাল পরে ভেবে দেখেছ কি?


আকামত থেকে তাহরিমা বাঁধা
কতটুকুই বা থাকে সময়
তোমার জীবন এতটুকুই, ব্যাস
এর বেশি তো নয়।


এইটুকু জীবনের আধিকারি তুমি
তার পরেইতো সব শেষ
চক্ষু মুদিলেই ঠিকানা তোমার
অন্ধকার মাটির কবর দেশ।


কবরই তোমার স্থায়ী ঠিকানা
সেখানেই পাবে অনন্ত জীবন
ক্ষণস্থায়ী দুনিয়ার মোহে ব্যস্ত
তোমার উদাসী পাগল মন।


দুনিয়া তোমার পরীক্ষার হল
যা কিছু লিখবে জীবনের খাতায়
আখেরাতে তুমি পাবে তার ফল
সুলিখিত সনদ আমলনামায়।


জাররা পরিমাণ ভাল-মন্দের
হিসাব করে দেয়া হবে প্রতিদান
আল্লাহকে ভয় করো যদি চাও
হতে ইমানদার মুত্তাকি মুসলমান।


ক্ষণস্থায়ী জীবনে অর্জন কর
চিরস্থায়ী জীবনের সামান
পরকাল তোমার সুখের হবে
সাথে রবে রহিম রহমান।


বিশ্বাস না হয় খুলে দেখো
আল্লাহর বাণী পবিত্র কোরআন
লিখা রয়েছে সেখানে সব
মৃত্যুতে হবে বাস্তব প্রমাণ।


মৃত্যু যে এক কঠিন সত্য
দেখ ভালকরে চক্ষু মেলে
তোমার দাদা-দাদি বাবা-মা
চলে গেছেন তোমাকে ফেলে।


এরচেয়ে আর বড় সত্য
আর কি হতে পারে
একে একে সবাইকে যেতে হবে
কঠিন মৃত্যুর ওপারে।


“কুল্লু নাফসিন জা-ইকাতুল মাওত”
কুরআনের অমোঘ বাণী
মৃত্যুই এক অনিবার্য সত্য
এর স্বাদ অবশ্যই লভিবে সকল প্রাণী।
১০-৯-২০১৬