সাহেব কহেন, এসো গিন্নি সকালের ব‌্যায়ামটা আসি সেরে
শুনিয়াই গিন্নি রাগিয়া আগুন বেলন হাতে আসে তেড়ে।
গিন্নি কহেন, ও... তোমার চোখে আমি খুব মোটা দেহ ভারী নারী
স্লিম কি তবে অফিসের ওই প্রাইভেট সেক্রেটারী?
না না তা বলছি না, ব‌্যায়ামতো শরীরের জন‌্য ভালো
সাহেব কহেন, তোমাকে নিয়ে বাগানে হাঁটবো খানিক, চলো।
গিন্নি কহেন, ও... আমার শরীর তাহলে বুঝি দেখতে খুব খারাপ?
হুংকার ছেড়ে তেড়ে আসে গিন্নি বেড়ে যায় মেজাজের তাপ।
সাহেব কহেন, আচ্ছা বাবা তুমি যেতে না চাইলে থাক
আজকে না হয় নাইবা হলো ব‌্যায়াম, মর্নিং ওয়াক।
গিন্নি কহেন জোরে, ভাবছ আমি অলস, কুড়ে?
আমার চোখের সামনে থেকে এখনই যাও দূরে।
সাহেব কহেন বিনয়ের সাথে আমিতো বলিনি তা
গিন্নি বলেন, তাহলে আমি মিথ‌্যাবাদী; বানিয়ে বলছি মিথ‌্যা কথা?
সাহেব কহেন, ওহো, আমায় বুঝতে পারছ না তুমি
গিন্নি কহেন, ভেবেছ কি; কিছুই বুঝি না ছোট্ট খুকি আমি?
নিরুপায় সাহেব নির্বিকার চেয়ে থেকে সুধায় করজোড়ে
থামবে এবার? শুরু করো না তো এই শান্ত ভোরে।
একথা শুনিয়া গিন্নি চেচায় মাথায় তুলে বাড়ি
হাঁ, আমিতো এমনই শুধু শুধু ঝগড়া করি।
সাহেব কহেন, ঠিক আছে আজ আমিও যাব না, ভালো লাগছে না গায়
গিন্নি কহেন, দেখেছো মিনসে আমার উপর কিভাবে দোষ চাপায়?
নিজের যেতে ইচ্ছে নেই সেটা আগে বললেইতো পারো
কেন মিছেমিছি তোমার দোষ আমার ঘাড়ে ছাড়ো?
সাহেব কহেন, ঠিক আছে বাবা, ঘুমিয়ে থাকো তুমি
তোমাকে ছাড়া আজ না হয় একাই হাঁটবো আমি।
গিন্নির অনুযোগ, তুমিতো সারা জীবন একা একাই ঘুরো
ব‌্যায়ামের নাম করে পার্কে বাগানে আনন্দ ফুর্তি করো।
সাহেব এবার খানিক চটে বলেন, তোমাকে বলাটাই হয়েছে পাপ
থামো এবার, আজকে যাবো না শরীরটা বেজায় খারাপ।
গিন্নি কহেন, দেখেছ কী স্বার্থপর! চিন্তা কেবল নিজের শরীরের
আমার কথা একবারও ভাবে না বেইমান কমিন কাফের।
গিন্নি এবার শুরু করিল কান্না নাকি সুরে
বেগতিক দেখিয়া গিন্নিকে বুকে টানেন সাহেব বাঁধিয়া বাহুডোরে।
গিন্নির মাথায় বুলাইয়া হাত সাহেব আদর করে
গিন্নির কান্না বাড়িয়া চলে অভিমান গলে পড়ে।
সাহেব কহেন, তোমার কথা না ভাবিয়া কি পারি অভিমানী?
তুমি যে আমার জীবন সাথী হৃদয়ের রাণী।
গিন্নি কহেন, তুমি বড় আজব মানুষ আমি ক্ষেপে গেলেও তুমি থাক চুপ
সাহেব কহেন, আমিতো গিন্নি ভালো করে চিনি তোমার অভিমানী রূপ।
এ তো তোমার ভালোবাসা মেকি ঝগড়ার ছলে
নইলে কেমনে আছি বিশটি বছর একই ছাদের তলে।
এমন মধুর ঝগড়া না হয় প্রতিদিনই একবার হোক
আমরা কত সুখে আছি দেখুক পাড়ার লোক।
ঝগড়ায় হেরে চোখের জল ছেড়ে গিন্নি কহেন, সোনা
তুমি বড় ভালো মানুষ, তবে এতো ভালো আবার ভালো না।


৯-৯-২০১৬