ম‌্যাসেঞ্জারে প্রশ্ন এলো, কেমন আছেন স‌্যার?
সময় কিছু হবে কি আজ গল্প হবে আশা-নিরাশার?
জবাব দিলাম আছি ভালো,
বুকের ব‌্যথায় রাত্রি গেলো
রাখেনি কেউ খবর,
সকাল বেলায় ফের অভিশাপ
বেঁচে আছিস কেমন করে
জলদি করে মর।
ফের প্রশ্ন, কিসের কষ্ট বইছে তোমার বুকে?
আমি তো ভাই ভাবছি তুমি
আছো মহা সুখে।
দিলাম জবাব লিখে।
কষ্ট আছে হরেক রকম
কোনটা বেশি কোনটা বা কম
চোখের বুকের নখের কষ্ট
বুকের ভিতর কষ্টের নদী
বয়ে চলে হরদম।
কী রকম? কী রকম?
পাথর চাপা সবুজ ঘাসের কষ্ট যেমন হয়
আমার বুকেও কষ্ট তেমন জমাট বেঁধে রয়।
সবুজ ঘাসের সাদা কষ্ট
জীবন যেমন করে নষ্ট
মোর জীবনও এমনি ভাবে
যাচ্ছে হয়ে ক্ষয়।
ধনের কষ্ট জনের কষ্ট কষ্টে ভরা মন
ভালোবাসার কষ্ট ভারী, সইবো কতক্ষণ?


২৫-৯-২০১৬