একটি সুন্দর পৃথিবী দেখিয়েছো মা
                  জঠরে দিয়েছো দশ মাস ঠাঁই,
প্রসব বেদনায় হয়েছো কাতর
                 মাগো তোমার তুলনা নাই।


তোমার বুকে জমানো দুধে
                ধীরে ধীরে ওঠেছি বেড়ে,
আমার মুখে ফুটাতে হাসি
               তোমার সুখ ফেলেছো ঝেরে।


বুকের মানিক সাত রাজার ধন ভেবে
              রেখেছো জড়িয়ে বুকে,
মায়ার বাঁধনে রেখেছো বেঁধে
              আঁচলে রেখেছো ঢেকে।


মাথায় রাখোনি উকুনে খাবে
             মাটিতে রাখোনি পিঁপড়ার ভয়,
রেখেছো কোলে, সব ব‌্যথা ভুলে
            তোমার কি মা তুলনা হয়?


জঠরে খেয়েছি রক্ত মাংস
           কোলে বসে খেয়েছি বুকের দুধ
তোমার ঋণ কি দিয়ে মাগো
          জীবনে আমি করে যাবো শোধ?


তোমার স্নেহের পরশে মাগো
         আমার প্রাণটুকু ফিরে পাই,
চক্ষু মেলিয়া দেখিলাম একদিন
         এ জগতে মা তুমি নাই।


ঋণের বোঝা চাপিয়ে দিয়ে মা
          চলে গেছো পরপারে,
মনের দুঃখ বেদনার কথা
         তুমি ছাড়া মা কব কারে?


তুমি যেদিন হয়ে গেছো মা
          দূর আকাশের তারা,
সেদিন থেকে হারিয়েছি সব
          হয়েছি পথহীন দিশাহারা।


মা যে এক অমূল‌্য ধন
          স্নেহ মায়া মমতার আধার,
আমার মাকে করিও ক্ষমা
         হে দয়াময় পরোয়ারদিগার।


মায়ের প্রতি রয়েছে যত
        আমার বেহিসাবী বেখেয়ালী ঋণ,
সব ঋণ করিয়া মোচন
        মৃত‌্যু দিয়ো হে রাব্বুল আলামিন।


২৫-৯-২০১৬