ঘুম হতে আজ জেগেই যখন
খুলতে গেছি দোর
তাকিয়ে দেখি বাহির পাণে
অপূর্ব এক ভোর।


পূব আকাশে সূর্য মামা
জ্বালছে দিনের আলো
সেই আলোতে কেটে গেছে
রাতের আঁধার কালো।


সবুজ পাতার ঘুমটা খুলে
ফুলকলিরা হাসে
জলপরীরা মেঘের দেশে
যাচ্ছে হাওয়ায় ভেসে।


শিউলি তলায় শুয়ে আছে
শিউলি দলে দলে
কুড়িয়ে নিয়ে গাঁথছে মালা
পড়ছে খুকুর গলে।


বেলী ফুলের সুবাস মাখা
ভোরের শীতল বায়ু
শীতল করে দেহখানি
সতেজ করে স্নায়ু।


ঝিলের জল ছেয়ে আছে
শুভ্র শতদলে
পাঁপড়ি মেলে করছে খেলা
ঢেউয়ের তালে তালে।


পায়রাগুলো ঝাঁক বেঁধে সব
ঊড়ছে ডানা মেলে
বসছে আবার মাঠের পরে
শস্য দানা পেলে।


এমন সুন্দর জগতটাকে
হয় না দেখা ভোরে
জীবন আমার যাচ্ছে কেটে
নিথর ঘুমের ঘোরে।