আসমান জমিন বেহেশ্ত দোযখ লৌহ কলম
দুনিয়া এবং আখেরাতের মহান অধিপতি
খালিক ও মালিক আল্লাহ রহিম রহমান
মাত্র ছয় দিনে সকল কিছু করিলেন সৃজন
অতঃপর তিনি নিলেন আরশে আসন।


কুরআন পাকে জানিয়ে দিলেন বান্দাকে ডেকে,
আমি আছি নিকটে তোমার ঘাড়ের শাহ রগের থেকে।


তোমাদের থেকে নইতো আমি বহু দূরে
আমার আসন রয়েছে যেনো গগন ভুবন জুড়ে।


তোমরা যেখানেই থাকোনা কেন
তিনি তোমাদের সঙ্গে আছেন,
আর তোমরা যা কিছু কর
মহান আল্লাহ তা দেখেন।


নবীর বাণী সত‌্য জানি লিখা রয়েছে হাদীসের ভিতরে
আল্লাহর আরশ বিরাজ করে মুমিন বান্দার অন্তরে।


এরপরও কি প্রশ্ন থাকে আল্লাহ কোথায় থাকে,
আল্লাহ কেন দেন না সাড়া বান্দার প্রতি ডাকে?
সব শুনিয়া সব দেখিয়াও থাকেন তিনি চুপ
চর্মচক্ষে যায় না দেখা কেন আল্লাহর রূপ?


সৃষ্টির মাঝে স্রষ্টা বিরাজমান আপন সত্ত্বায়,
মোমিন মোত্তাকি বান্দা তাঁকে শুনতে পায়।


সালাতের মাঝে বান্দার সাথে আল্লাহর কথা হয়
কে বলে ভাই আল্লাহ দুরে, মোটেও তা নয়।


৫-১০-২০১৬