আমি হয়তো হারিয়ে যাবো মহাকালের স্রোতে
রেখে গেলাম আমার কবিতা প্রজন্মের হাতে,
প্রজন্মের হাত ধরে কবিতা আমার পাবে ঠিকানা
আমার চেতনার সন্তান অচেতনের মনে দিবে হানা।


ঊষর মরুর ধূসর বালুতে পুঁতে গেলাম রক্তবীজ
বীজ হতে চারা গজিয়ে মহীরুহে ভরবে মুরুদ‌্যান,
অবোধের ঘরে বোধের আলো জ্বেলে অসুর তাড়াবে
সুরে সুরে জগত মাতাবে আমার চেতনার সন্তান।


কবিতা আমার হৃদয় সৃষ্ট চেতনার সন্তান
হারাতে দেব না ধূলি ধূসর মলিন কাগজে,
রক্ত প্রেমে পোক্ত হয়ে সমাজে পাবে ঠাঁই
চিন্তার খোরাক হবে একদিন মানুষের মগজে।


৪-১০-২০১৬