বর্ষা কেটে গেছে অবহেলায়, শরৎ যাচ্ছে অনাদরে
অথচ তোমাকে নিয়ে কত স্বপ্ন অমিতা
তুমি ফিরে আসবে মেঘের ডানায় ভর করে।
তুমি আসবে অভিমান ভুলে, ঊড়বে ডানা মেলে
আমার মনের আকাশের নিঃসীম নীলিমায়।


সন্মুখে তোমার দুহাত পেতে মার্ক টোয়েনের মতো,
বলবো অবিরত, তোমার মনের উঠানে আমাকে দাও
এক চিলতে জমি, সেখানে বানাবো আমি ভালোবাসার ঘর
না পেলে আজীবন থেকে যাব আমি গৃহহীন যাযাবর।


শুধু তোমার অপেক্ষায় থেকে কাটিয়েছি
সকাল দুপুর রাত, উৎকণ্ঠার প্রহর, দিন মাস;
তুমি ফিরে এসে পেছন থেকে ডাকবে,
অনুপম, কেমন ছিলে এতোদিন আমাকে ছাড়া;
তোমার চেহারা এতো মলিন কেন? নাওয়া খাওয়া
হয়নি বুঝি? একটু অভিমানেই এতো অনিয়ম?
তোমার আঙ্গুল অগোছালো চুলে সাঁতার কেটে
সমস্ত শরীরে ছড়াবে মুগ্ধতার আবেশ।
এমনি কত স্বপ্ন, কত আশা, ভালোবাসা তোমাকে ঘিরে।


যে ক’টা দিন ধরে তুমি কাছে নেই সে ক’টা দিন
বুকের মধ‌্যে জমিয়ে রেখেছি অজস্র ভালোবাসা,
শরতের কাছ থেকে ধার করা শুভ্র কাশের পালক
তোমার খোপায় গেঁথে দেবো বলে দাঁড়িয়ে থেকেছি
রৌদ্রতাপে ঘামঝরা দেহে কাশবনে, তিতাসের তীরে।


তাকাওনি ফিরে একটি বার, দূর থেকে দূরে
চলে গেছ অভিমানী আক্ষেপে; আষাঢের শেষ
বৃষ্টির ফোটার মতো মিলিয়ে গেছ দৃষ্টির আড়ালে।
তোমার আমার মনের দূরত্ব মাপিনি কখনও
কেননা কাছে থাকার প্রতিজ্ঞায় আবদ্ধ দুজনে।


আমিতো মানুষ, রক্ত মাংসে গড়া
না হয় এক আধটুকু ভুল আমিও করেছি,
অভিমানে ফিরে গেছি যেমন ফিরে যায়
মৌমাছি জমাট অভিমান বুকে নিয়ে
ফুলে মধু না পেয়ে, ফিরে যায় প্রজাপতিও,
মধু না হলেও সৌরভ দিয়ে তো ফিরাতে পারতে
ফিরে আসতে পারতে তুমিও মেঘের ডানায়।


তোমার মনের আকাশে ভালোবাসার বৃষ্টিতে
ভিজার অপেক্ষায় থেকেছি, মনে মনে ভিজেছিও
অতঃপর তুমি আসনি। আমার কাছে ফিরে আসতে
তোমার এতো অসহায়বোধ! এতো ক্লান্তি চোখেমুখে
এতো উদাসীনতা!


এতোগুলো বছর দীর্ঘ পথ হেঁটেছি তোমার হাত ধরে
তোমাকে আজও বুঝা হয়ে ওঠেনি।
তবুও তোমার ফেরার অপেক্ষায় পথ চেয়ে কাটে রাতদিন
কেননা তোমাকে হারানোর কথা ভাবতেই
আমার হৃদয়ে বেজে ওঠে বেদনার ভায়োলিন।


২০-৯-২০১৬