মাগো, যখন তোমায় মনে পড়ে
চোখে আমার অশ্রু ঝরে
বুকের ভিতর দুঃখের নদী
উথাল পাথাল করে।


আমায় ছেড়ে পরপারে
কেমন আছ তুমি
তোমায় ছাড়া মাগো আমার
জীবন মরুভূমি।


তোমার আদর ভালোবাসা
কোথায় গেলে পাবো
ব্যথা পেলে সবার আগে
তোমায় স্মরি মাগো।


আমায় তুমি দিয়েছ মা
থালা ভরা ভাত
পানি খেয়ে কাটিয়েছ
তুমি সারা রাত।


শূন্য হাড়ি আড়াল করে
বলেছ পরে খাব
ছেলের ক্ষুধা মিটিয়েছ
নিজে না খেয়ে মাগো।


অসুখ হলে প্রদীপ জ্বেলে
জেগেছে সারা রাত
ঠাণ্ডা জলের পট্টি দিয়ে
কপালে রেখেছ হাত।


ঘুমাওনি মা সারা রাতি
কেঁদেছ চোখের জলে
সারা রাতি পার করেছ
আল্লাহ আল্লাহ বলে।


একটুখানি ব্যথা পেলে
ছুটে গেছি তোমার কোলে
তোমার স্নেহের পরশ পেয়ে
সব গিয়েছি ভুলে।


এখন যদি না খেয়ে থাকি মা
কেউ না খবর লয়
দুনিয়াতে এমন আপন কেহ
মাগো তোমায় মতো নয়।


ব্যথায় মরে গেলেও কেহ
ফিরে না তাকায়
সকল ব্যথার ব্যথি ছিল
আমার জনম দুঃখী মায়।


আল্লাহ তুমি আমার মাকে
বেহেশতে দিও ঠাঁই
ভালো রেখো সুখে রেখো
শুধু এই প্রার্থনা জানাই।