যদি আমি পূনর্জন্ম লাভ করি,
যদি বিধাতার কাছে কিছু চাইতে বলা হয়
তবে আমি প্রথমে তোমাকেই চাইব।


যদি বলা হয় পূনর্জন্মে তুমি কি হতে চাও?
তবে আমি বলব-
জল হবো না, তোমার চোখে কাজল হবো
চোখের নীচে বসে রবো, তপ্ত অশ্রু শুষে নেবো।
জোছনা রাতের শিশির হবো,
চরণ তলে জড়িয়ে রবো
আলতা মাখা রঙিন পায়ে চুমো খাবো।


সাগর হবো, ঢেউয়ের তালে
সুখ সাগরে ভাসিয়ে দেবো চাঁদের ভেলার মতো
দুঃখ তোমার মুছে দেবো হাসবে অবিরত।


হাসনাহেনা, গোলাপ হবো
মুক্ত কেশে যুক্ত হবো রুক্ষ চুলে
বাতাস হয়ে উড়িয়ে দেবো
আউলা কেশের খোপা হবো
মাথার পরে বসে রবো
চুলের ভিতর সাঁতার কেটে গন্ধ নেবো।


রাত জাগা এক পাখি হবো
ঘুমপাড়ানি গান শুনাবো
ঘুম না এলে ঘুমের চাদর
চোখের পাতায় বুলিয়ে দেবো
রেশম কোমল পালক এনে
আলতো করে ছড়িয়ে দেবো।


একাকীত্বের আগল ভেঙ্গে
একলা রাতের সাথী হবো
বকুল ফুলের মালা হবো
গলায় ধরে জড়িয়ে রবো
আপন মনে সুবাস দেবো।


আঁধার কালো রাতের বুকে
ঝলমলে এক তারা হবো
আলো জ্বেলে পথ দেখাবো
প্রেমিক হবো বন্ধু হবো
হাতে হাতে হাত রাখিয়া
সন্মুখ পাণে এগিয়ে যাবো।


বেশি করে বাসবো ভালো
এই তোমারে আদর করে
ঠাঁই দেবো মোর ছোট্ট ঘরে
হৃদয় পরে জায়গা করে
না পেলে ফের যাবোই মরে।


২৭-১০-২০১৬