চায়ের দেশে পায়ের তলায় কোমল সবুজ ঘাস,
এই দেশেতেই জন্ম আমার এই দেশেতেই বাস।
দৃষ্টি জুড়ে সবুজের খেলা মুগ্ধতার আবেশ,
এইতো আমার জন্মভূমি সোনার বাংলাদেশ।


সারি সারি টিলা তার ফাঁকে ম‌্যানেজারের ভিলা
তার ছায়াতে নগ্ন হাতে কাজ করে যারা অবিরত
আলো ঝলমল এক সুরম‌্য প্রাসাদে জমা পড়ে
ভুখা শ্রমিকের শ্রম ঘাম রক্ত জমাট যন্ত্রণার ক্ষত।


প্রকৃতির কাছাকাছি, খেলছি কানামাছি
পাহাড় নদী বন ছায়াবৃক্ষের সাথে
বঙ্গ জননীর বুকে মুক্ত বিহঙ্গসম স্বাধীনতার সুখ
প্রকৃতির রূপে বিমুগ্ধ প্রাণ আজি নব উল্লাসে মাতে...


১০-১১-২০১৬