অগ্রাণ এসেছে মহাসমারোহে নব সাজে সেজে
ফসলের ঝাপি নিয়ে শিশির সিক্ত পায়ে
হলুদ সরিষা ফুলে সাজায়ে বরণ ডালা
উৎসবের আসর বসেছে চঞ্চল গাঁয়ে।


এসেছে অগ্রাণ পিঠা পায়েশের ঘ্রাণ
উঠানে ছড়ানো নতুন ধান
কৃষাণ কৃষাণীর চোখে আনন্দ খেলা করে
সুদীর্ঘ প্রতীক্ষার হলো অবসান।


দুখের প্রহর শেষ হয়ে আজি
এসেছে সুখের সোনালী প্রভাত
শূন‌্য গোলা ভরে যাবে ধানে
দূর হবে ক্ষুধা তৃষ্ণার তিমির রাত।


কৃষাণ কৃষাণীর পড়েছে কাজের ধুম
ঘুম নাই চোখে সারা বেলা
ক্লান্তি নাশিতে মধুর হাসিতে
ফসলের মাঠে দিনভর করে খেলা।


কৃষাণী কন‌্যাও বসে নেই আজ
কানে পরেছে পাকা ধানশীষের দুল
রঙিন প্রজাপতি ঊড়ে ডানা মেলে
পুষ্প কাননে ফুঠেছে হাজার ফুল।


পুকুরের নীল জলে শ্বেত কুমুদ বাতাসে দোলে
বাংলার ঘরে এসেছে অগ্রহায়ণ
নবান্নের উৎসবে মেতে ওঠো সবে
ক’দিন বাদেই পাবে পৌষের নিমন্ত্রণ।


১৫-১১-২০১৬ খ্রিঃ
১ অগ্রহায়ণ, ১৪২৩ বঃ