কথায় আছে-
তৃণলতা জন্ম মাত্রই তৃণলতা
পশুপাখি জন্ম মাত্রই পশুপাখি;
মানুষ জন্ম মাত্রই মানুষ নয়,
মানুষ হতে হলে জন্মের পরে
কঠোর সাধনা করতে হয়।


সৃষ্টির সেরা মানুষ বুদ্ধি ও বিবেকে
মানুষ হয় না মানুষ
নিজেকে দামী পোশাকে ঢেকে।


হিন্দু মুসলিম বোদ্ধ খ্রিষ্টান সকলেই জানে
মানুষ হওয়া যায় না কোন কালে
ধর্মের দেয়াল টেনে।


ধর্মের বর্ম জড়ায়ে গায়ে
অকারণ হানাহানি করে ভাইয়ে ভাইয়ে
মানুষের পরিচয় সেতো নয়,
মানুষ হতে হলে উগ্রতা ছেড়ে
সহনশীল হতে হয়।


বর্ণের অহমিকা যার কালো কিংবা সাদা
মানুষ হওয়ার পথে এটা তার
বিরাট এক বাধা।


বস্ত্রহীনা জন্ম যার লজ্জা ঢাকে
রঙিন আভরণে
মানুষ না হলে লাভ কি তাতে
তার তুলনাতো সেই পশুর সনে।


প্রাণ থাকলে প্রাণী হয়
মন না থাকলে মানুষ নয়,
প্রাণী থেকে মানুষ হতে হলে
সুন্দর একটা মন থাকতে হয়।


মানুষের চেয়ে সুন্দর কিছু
এ জগতে নাই
স্বার্থক জনম পেতে তাই
সত‌্যিকারের মানুষ হওয়া চাই।


১৬-১১-২০১৬