বেদনার রঙ নীল। সবাই তা জানে।
তবে কেন বেদনার নীল চোখে মানুষ
বেদনা ভুলে চেয়ে থাকে আকাশ পাণে?


আজ আমি আকাশের নীল রঙ পেয়ালায়
ধবধবে সাদা জোছনা খাবো।
বেদনায় নীল হয়ে আকাশের নীলে মিশে যাবো।
নীলাম্বরী শাড়ীর আঁচলে ভরে নেবো একশ একটা নীল পদ্ম।
নীল অপরাজিতা পাঁপড়ির কোমল পরশ নেবো অধরে।
নীল রঙ চোখে প্রজাপতির ডানায় উড়ে যাবো
নোনা বালির তীর ঘেঁষা নীল জল দিগন্তে।
এক সাগর অথই নীলের সাথে আজ আমার হবে অধিবাস।
তাই আমি ইচ্ছে করেই আকণ্ঠ ডুবে যাবো বেদনার নীলে।


নীল হবো আকাশের মতো, প্রজাপতির ডানার মতো।
নীল অপরাজিতার মতো দেউড়ি বেয়ে উঁকি দেবো
ভোরের জানালায়। আকাশ থেকে এক চামুচ নীল এনে
শরীরে মেখে দাঁড়িয়ে রবো আকাশের সীমানায়।
আমার মতো বেদনায় নীল হয়ে সবাই যেন
আকাশের মতো আমাকেই দেখতে পায়।


২০-১১-২০১৬