এই যে তুমি বারবার বলো চলে যাবো
চলে যেতে পেরেছ কি দূরে?
রাত পোহালেই অভিমান ভেঙ্গে
হৃদয়ের টানে আবার এসেছ ফিরে।


নুন আনতে পান্তা ফুরায় অভাবের সংসার
না পাওয়ার কষ্ট আছে, আছে বেদনা অপার;
তবুও কি যাচ্ছি বলে চলে যেতে পেরেছ কোনদিন?
অভিমানে চলে গিয়েওতো ফিরে আসো প্রতিদিন।
পান থেকে চুন খসার অপরাধে
বিবাদতো আর কম হলো না
যাবো যাবো করেও তো যেতে পারনি।


পাওয়া না পাওয়ার আনন্দ-বেদনার সাথে
কেটে গেল কত দিন মাস বছর,
তবুওতো তুমি আমি কেউ কাউকে
করে দিতে পারিনি পর।


যতবার তুমি দেখেছ তোমার বিরহে
আঁখিজলে ভিজে আমার বুক
ফিরে এসে পোষা বিড়ালের মতো
নিবিড় আলিঙ্গনে আমারই বুকে
কেঁদে লুকায়েছ তব মুখ।


এই যে আমাদের মাঝে এতো অমিল
চিন্তা ও চেতনায়; দুজনের মিলনে
কোন দিন হয়নিতো কোন বাধা,
স্বর্গের সোপানে হারিয়েছি দুজনে
যেন ভালোবাসার কৃষ্ণ-রাধা।


এই যে আমাদের কাছে
তুমিও আস আমিও আসি
দুজনার মাঝে এতো ভালোবাসাবাসি
এই ভালোবাসা ছেড়ে পারবে কি কোথাও যেতে?
বলো পারবে যেতে?


ধরো একদিন সত‌্যি সত‌্যি চলে গেলে
আমি যাইনি কোথাও; তোমার অপেক্ষায়
থেকে থেকে চলে গেছি মৃত‌্যুর ওপারে,
তখন তুমি কি না কেঁদে থাকতে পারবে?
আমার চুম্বনের বসে যাওয়া দাগ কি
আঁচলে গাঁথা সেফটিপিন দিয়ে
শরীর থেকে তুলে নিতে পারবে?
পারবে কি সব স্মৃতি ভুলে দাগহীন জীবন কাটাতে?
বলো পারবে?


২২-১১-২০১৬