মাঝে মাঝে হতাশার রাতগুলো
অনেক দীর্ঘ হয়,
তার সাথে নির্ঘুম রাতে
আশারাও জেগে রয়।


আকাশ হতে মাঝে মাঝে নীল রঙ
চুয়ে পড়ে অপরাজিতার বুকে.
সাগরে নীল জল ঢেউ ওঠে
নীলাঞ্জনার চোখে।


নীল রঙ ডানা মেলে প্রজাপতি
ঊড়ে মধু লোভে,
আমার সাজানো বাগানে
আশার ফুল শোভে।


বৃষ্টি ঝরা দিনের স্বপ্নে
শুকনো মাটি জাগে,
তৃষিত বুকে আশার ঝলক
মন নাচে বাদলের রাগে।


২৪-১১-২০১৬