বাতাসে আজ ফুলের সৌরভ নেই
আছে পোড়া মানুষের ঘ্রাণ,
অংসান সূচির শান্তির নোবেল
অশান্তি বাড়িয়ে করে রক্তস্নান।


শীর্ণ দেহ ব‌্যবচ্ছেদ করে শকুনীরা
প্রলয়োল্লাসে মাতে নরপিশাচের দল,
মানবতা এখানে লঙ্ঘিত চরম
দেখে নয়ন ভরে আসে জল।


ধর্ষিতার করুণ চিৎকারে বাতাস ভারী
বুলেটের আওয়াজ ক্ষীণ ম্রিয়মাণ,
মানুষের বিবেক পুড়ে বিশ্বজুড়ে
পুড়ে ছাই মিয়ানমার আরাকান।


এখানে মৃত‌্যু হানা দেয় দল বেঁধে
লাশের পরে লাশ শিশু কিংবা নারী,
স্বপ্নের সাথে পুড়ে জমির ফসল
পুড়ে মলিন বসন মানুষের ঘরবাড়ি।


বিশ্ব বিবেক কোথায় লুকিয়ে
চোখে কি পরেছ অন্ধকার ঠুলি,
দেখেও না দেখার ভান করে আছ
কিসের ভয়ে রুদ্ধ আজ শান্তির বুলি?


শান্তির শ্বেত পতাকা রক্তে রঞ্জিত
শান্তির দূতেরা ঘুমাইয়ো না আর,
শোন সম্ভ্রম হারা মায়ের ক্রন্দন
কর উচ্চকণ্ঠ প্রতিবাদ তার।


তোমরাই বলো জীব হত‌্যা মহাপাপ
জীবে দয়া করা ইশ্বর সেবা সম,
রোহিঙ্গারা কি জীব নয় তোমাদের চোখে
তবে কি ভুল মন্ত্র শিখিয়েছে বুদ্ধ গৌতম?


রোহিঙ্গারাও মানুষ ওদেরও আছে
নিরপোদ্রব নিশ্চিন্ত বাঁচার অধিকার,
মানব নামের দানবরে তুই থাম
বিনা অপরাধে ‘মানুষ’ মারিসনে আর।


২৮-১১-২০১৬