তুমি হাসো বুক ভরা সুখে
করো আনন্দনৃত‌্য মানুষের ভীড়ে
আমি কাঁদি বুক ভরা ব‌্যথায়
একাকী দাঁড়িয়ে তিতাসের তীরে।


সংসার সাগরে জমিয়েছ পাড়ি
আলোর দিশারী সুখের নৌকায় চড়ে
পেছন ফিরে দেখনি তাকিয়ে একবার
অবহেলায় ভালোবাসা কেঁদে মরে।


চাঁদনী রাতে জোছনার সাথে সখ‌্যতা
তোমার জীবনে সুখ ঝরে রাশি রাশি
আমার জীবনে ঝরে বেদনা শরত প্রভাতে
দেখি ঝরে পড়া শেফালির মলিন হাসি।


নেচে গেয়ে বাজাও তুমি সুখের বাদ‌্য বীণ
আমার চারপাশে ফণা তুলে দাঁড়ায় অজস্র
বিষাক্ত নাগিণ।
আমার বুকে জমে কাঁটানটের ঝোপ
তোমার বুকে ফুটে গোলাপ
তোমার ভাগ‌্যে জুটে পূণ‌্য
আমার ভাগ‌্যে জুটে পাপ।
ভুলগুলো সব আমার কাঁধে
তোমার ছিল যত অপরাধ
অস্বীকার করে অকাতরে
আবার আমাকেই দাও অভিশাপ।


যতই তুমি অভিসম্পাত করো
ভুল করে থুতকারো উপরে
হাত দিয়ে দেখো সব আবর্জনা সম
লেগে আছে তোমারই মাথার পরে।


লোভ হিংসা ঈর্ষা তিন আবেগ
যদি কারো এক সাথে চলে
নিশ্চিত বিনাশ তার গুরুজনে বলে।


সময় এখন তোমার তাই
অহমিকা বেড়ে চলে
সময় ফুরালে দম্ভও ফুরাবে
জেনে রেখো ইতিহাস কথা বলে।