(কবিতাটি আসরের কবি রুনা লায়লাকে উৎসর্গ করলাম। কেননা তার একটি কবিতায় গতকাল মন্তব‌্য লিখতে গিয়ে জন্ম হয়েছে কবিতাটির।)


ঘরের চার দেয়ালে বন্দি আমি
জানি না স্বাধীনতার মূল‌্য কত
স্বাধীনতার মানে? তাও বুঝি না
পঁয়তাল্লিশ বছর হয়েছে গত।
স্বাধীনতা কেমন জিনিস
খায় না মাথায় পরে
খাদ‌্য হলে দিও খানিক
আছি যারা অনাহারে।
একটি দেশ একটি পতাকা
যদি স্বাধীনতা হয়
স্বাধীন দেশের মানুষ কেন
অবহেলা অনাদরে রয়?
কেন ধর্ষিতা নারী সম্ভ্রম হারায়ে
গলায় পরে মরণ ফাঁস
ধর্ষিতার বাবাকে হত‌্যা করে
উল্লাসে মাতে নরাধম পিশাচ?
বেকার কেন জীবিকার সন্ধানে
দ্বারে দ্বারে ঘুরে মরে
কেন ধনীর গাড়ির চাকায়
ভিখেরির স্বপ্ন পিষ্ট করে?
লাল সবুজের প্রিয় স্বদেশ
জননী জন্মভূমি বঙ্গ মাতা
তিরিশ লক্ষ প্রাণের দামে
এজন‌্যই কি কিনেছিলাম
তোমার স্বাধীনতা?
আমি অধম বাঁচতে চাই সুখে
বুঝি না কিছু অতশত
শুধুই বুঝি পেট ভরে ভাত
খুঁজি না স্বাধীনতার মূল‌্য কত।


৪-১২-২০১৬