বছর ঘুরিয়া বারে বারে আসে
বিজয়ের আনন্দ দিন,
যাদের রক্তে এসেছে বিজয়
তাদের কথা ভেবেছ কি কোন দিন?
তিরিশ লক্ষ প্রাণের বিনিময়ে
লভেছি বিজয়ের গৌরব গাঁথা,
স্বাধীনতার তরে দিয়েছে সম্ভ্রম
বাংলার কত যে দুখিনী মাতা।


দিনে দিনে বাড়িয়াছে দেনা,
ন‌্যুব্জ দেহ বীর শহিদের ঋণে,
তাহারা কেবল স্মরণে আসে
বিজয় আনন্দ দিনে।
রক্ত দিয়ে শোধিতে হইবে
বীর শহিদের রক্তঋণ
হৃদয়ে লেখা শহিদের নাম
জাগ্রত রবে চিরদিন।
১৫-১২-২০১৬