নারী
চির চেনা
আঙ্গিনা পিছনে ফেলে
আলতা রাঙা পায়ের ছাপ
দুয়ারে মেখে পা রাখে অজানায়
চৌকাঠের ওপারে অচেনা জগতে হারায়।


সংসারে
সঙ সেজে
অতল অন্ধকারে হাঁটে
ধৈর্য, ত‌্যাগের মন্ত্র পড়ে
সংসার সাগরে ভাসায় শূন‌্য তরী
পরকে আপন ভেবে এক বুক আশায়।


অচেনা
সঙ্গী পুরুষ
নির্ভরতার একমাত্র অবলম্বন।
অনিশ্চয়তার দোলায় হৃদয় দুলে
শান্তির নীড়, সোহাগী ভবিষ‌্যত চোখে
জ্বলন্ত চিতার আগুনে নিজেকে করে সমর্পন।


জগতে
হাঁটে সন্তর্পণে
পরাধীনতার শৃঙ্খল পায়ে
বিধি নিষেধের রক্তচক্ষু শাসন;
অবলা নারী, নরের সহচরী সংসারে
তথাপি কেন পায় না ন‌্যায‌্য অধিকার?


৩১-০১-২০১৭