(৩ ফেব্রুয়ারি ২০১৭ বাংলা একাডেমি নজরুল মঞ্চে কবি রুনা লায়লার আহবানে হয়ে গেল বাংলা কবিতা ডট কমের সদস‌্যদের মিলন মেলা। এই মিলন মেলা স্মরণীয় করে রাখতে কবি রুনা লায়লাকে নিবেদন করা হয় একটি কবিতা যে কবিতার অঙ্গ বর্ধনে ব‌্যবহার করা হয়েছে তার লেখা ৩২টি কবিতার শিরোনাম। কবিতাটির নাম “অন্তরের আহবান”। এই নামে আমার আরও একটি কবিতা আছে। তাই কবিতার শিরোনাম পরিবর্তন করে সামান‌্য এডিটিংসহ প্রকাশ করা হলো বাংলা কবিতা ডট কমের পাতায়।)


জীবন এক ‘শিরোনামহীন’ কবিতা।
গতি আছে যতি নেই
বিক্ষিপ্ত রক্তাক্ত ‘বর্ণমালা’ সমেত
দুর্বোধ‌্য এক মহাকাব‌্য।
খরস্রোতা নদীর মতো আঁকাবাঁকা
দাঁড়ি কমাহীন ছুটে চলা জীবন;
চলার পথে চলে কত ভাঙাগড়ার
নির্দয় খেলা।
মায়ার ইন্দ্রজালে প্রলুব্ধ হৃদয়ে
ঝড় তুলে শব্দ কুহক, মুগ্ধতায়
মুখরিত হয় হৃদয়ের অলিগলি।
স্বপ্ন কাননের পল্লবিত শাখে
বসন্তের কোকিল হয়ে
‘সেই তুমি এলে’ ‘ব‌্যথাতুর জীবনে’
‘ঝরে যাওয়া দিনগুলো’ পিছনে ফেলে
এক বসন্ত না পেরুতেই আবার চলে গেলে।
‘এ কেমন ভালোবাসা’ তোমার?
ভালোবাসার ‘যে ফুল ফুটেনি’
সেই ফুলে গেঁথেছিলে বরণ মালা
না ফুটা ফুলের কি কোন সুবাস থাকে?
বিষাক্ত কাঁটা হৃদয়ে ফুটিয়ে
যন্ত্রণায় ভরে দিলে জীবন।
জানা ছিলা না ‘জীবন মানেই যন্ত্রণা’
দুঃখ তিমিরে ঘেরা এক সুদীর্ঘ পথ
‘এরই নাম জীবন’, হঠাৎ চলে
আবার থেমে যায়
‘জীবন যেন ছেদ চিহ্নের মতো’
মৃত‌্যুই জীবনের শেষ পরিণতি।
ব‌্যথাতুর জীবনে তোমাকে চেয়েছিলাম পাশে
‘সুখের প্রদীপ’ জ্বেলে দেখাবে পথ
কেননা ‘আমার মনোজগতে তুমিই নক্ষত্র’
রাতের অতল অন্ধকারের আলো।


আজও ‘তোমায় মনে পড়ে’ বিজন প্রান্তরে
হাতে হাত রেখে যেদিন দিয়েছিলে
আমৃত‌্যু ভালোবাসার প্রতিশ্রুতি।
‘অবাক দুনিয়া’!
মাথার দিব‌্যি কাটা সেই প্রতিশ্রুতি ভেঙ্গে
জানি না কোন ভুলে আমাকে
দিয়েছ বিসর্জন সভ‌্যতার ‘নিন্দত’ কিনারে।
আমার চোখে আজও জেগে থাকে
তোমার অস্পষ্ট প্রতিচ্ছবি।


‘আত্মার আত্মীয়’ ভেবে
তোমাকে হৃদয়ে দিয়েছিলাম ঠাঁই
জড়িয়েছিলাম প্রাণে প্রগাঢ় বন্ধনে।
মাত্র ক’দিনেই ‘তুমি অনেক বদলে গেছো’
বদলে যাওয়ার মাঝে খেয়ালি আবদার
‘মুক্তি দাও’ মুক্তি চাই।
তোমার আবদারে, গেল ঝরে
আমার ‘সুখের বাগান’ শূন‌্য করে
সযত্নে ফুটানো সব ‘গোলাপ কলি’।


‘জীবন যুদ্ধে ছন্দ পতন’ ঠেকাতে পারিনি
হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়েও।
জীবনের ‘সাঁঝ বেলা’ অঝরে কেঁদেছি;
মনে মনে চেয়েছি তুমি থাকো
আমার মনের আকাশে জোছনা রাতে
‘এক ফালি চাঁদ’ হয়ে।
আমার চাওয়ায় কোন খাদ ছিল না।
তবুও চলে গেলে মেকি ‘অভিমানে’।


যাবেই যদি তবে কেন এসেছিলে;
কেন দিয়েছিলে মিথ্যে আশ্বাস
‘মিথ‌্যে প্রেম’?
কেন করেছিলে ‘মহাকালের শপথ’
আমৃত‌্যু ভালোবাসার?
তোমার ভালোবাসা আজ গন্ধহীন
‘কাগজের ফুল’।
তোমার ‘ভালোবাসার সাত রঙ’
রোদে জ্বলা বিবর্ণ এক ‘অস্পষ্ট প্রতিচ্ছবি’।


তোমার ‘খামখেয়ালীপনা’ ভালোবাসায়
আমার জীবনে বয়ে গেছে মরুঝড়।
তবুও কেন জানি তোমাকে আজও
ভাবতে পারিনি পর।
‘তুমি রবে’ নীরবে, আমার অন্তরে
শিরোনামহীন এক কবিতা হয়ে
যে কবিতা আজও হয়নি লেখা।


দুঃখের অন্ধকার রাত্রি শেষে
‘তোমায় আমি চাই’
তোমার ফিরে আসার প্রত‌্যাশায়
আমার অন্তহীন ‘অপেক্ষা’।
শোন জীবনের আহবান
তুমি আবার এসো ফিরে,
এসো দু’জনে আবার আবদ্ধ হই
নিখাদ ভালোবাসার প্রগাঢ় বন্ধনে।


২-২-২০১৭